
ভিয়েতনাম ডায়েরিঃ ৯ম পর্ব
ভিয়েতনাম ভ্রমণ
৯ম দিনঃ Hue
দু'পাশে পাহাড়, সাগর, নদী, ঝরনা, ঝিরির অসাধারন এক ৩ ঘন্টার ট্রেন জার্নি দিয়ে আমরা দানাং থেকে হোয়ে তে এসে পৌছলাম। ট্রেন আধাঘন্টা লেট ছিল। আধাঘন্টা লেট মানে বাংলাদেশের ট্রেনের মত ব্লাইন্ড লেট না। মনিটরে লেখা উঠছিল কখন ট্রেন প্লাটফর্ম এ ঢুকবে। তাই টেনশনের কোন কারন ছিলা না। অনেকটাই এয়ারপোর্ট সার্ভিস।
পরিস্কার, পরিচ্ছন্ন, আরামদায়ক ট্রেন। সফট সিট, এসি বগির জনপ্রতি ভাড়া ছিল ৭০,০০০ ডং।
হোয়ে তে যখন পৌছলাম তখন বেলা ১.৩০, দিনের ২/৩ অংশ শেষ। তাড়াতাড়ি করে একটা ট্যুর এজেন্ট এর কাছ থেকে মোটরবাইক রেন্ট নিলাম। হাফ ডে ৫০,০০০ ডং। আমাদের ব্যাগ গুলো রাখলাম ওদের কাছেই।
খেয়াল করে দেখলাম এখানে সবকিছুর দাম আগের শহর গুলো থেকে কম। বাইক রেন্ট অন্য শহরে ছিল ১২০,০০০-১৫০,০০০। এখানে ১০০,০০০। পানি, খাবার ও কম দাম ই তুলনামূলকভাবে।
হোয়ে অনেক প্রাচীন একটা শহর, আগের শহর গুলোর মত অভিজাত নয়। এখানে প্রচুর টোম্ব, প্রাচীন নিদর্শন আছে। সব ট্যুরিস্ট ওই জায়গা গুলোতেই যায়। কিন্ত আমরা একটু প্রাকৃতিক দৃশ্য দেখার প্ল্যান করলাম।
Vong Canh Hill
শহর থেকে ৫ কি.মি. প্রায়। পাইন বনের সুন্দর পাহাড়। নিচে বয়ে যাচ্ছিল পারফিউম নদী। শান্ত আর নিরিবিলি। চুপ করে বসে থাকলে আধাঘন্টা সময় অনায়াসেই কেটে যাবে।
Dan Nam Giao
প্ল্যান ছিলনা, যেহেতু যাওয়ার পথে পড়ল, তাই ঢুকে গেলাম। পাইন গাছ ভরা পার্কের মত দেখতে হলেও এটা আসলে একটা উপাসনালয় ছিল।
Abandoned Water Park
প্রাকৃতিক লেকের পাড়ে এটা একটা পরিত্যক্ত এমিউজমেন্ট পার্ক। সুন্দর জায়গা, কি কারনে পরিত্যক্ত তা নিয়ে একেক জন একেক কথা বলল। তবে বেশি যেটা বলল সেটা হল জায়গাটা ভৌতিক। মেইন পার্ট, ড্রাগন একুরিয়াম, বিকালের উজ্জ্বল আলোয় বেশ ভাল লাগল। বিশাল এ পার্কে মানুষ ছিল ১০-১২ জনের মত।
স্লাইডিং পার্কটা বেশ নিরিবিলি, নির্জন, জংগলে ঢাকা, অনেকটা অন্ধকার। ভয়ে গা ছম ছম করছিল।
আরো একটা পার্ট ছিল, ভয়ে ওখানে আর যাইনাই।
যাইহোক, পার্কের এন্ট্রি গেট টা বন্ধ করে দেওয়া হয়েছে। গুগোল ম্যাপ দিয়ে যাওয়া যাবেনা। লোকাল একটা ছেলেকে জনপ্রতি ৪০,০০০ ডং ঘুষ দেওয়ার পর ও আমাদের পিছনের একটা রাস্তা দেখিয়ে দিল। মাঝপথে আরো দুইটা বিদেশী কাপল তাদের নিয়ে যাওয়ার জন্য ছেলেটাকে অনেক রিকোয়েস্ট করল। কিন্ত কেন যেন ও কোন হেল্প তো করলই না, উল্টো না চেনার ভান করল।
Imperial City
শহরের কেন্দ্রেই, পারফিউম নদীর তীরে। ৫ টায় বন্ধ, আমরা মিস করে ফেললাম। বাহিরে থেকে দেখেই অনেক ভাল লাগল। তারপর নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখলাম।
মন অনেক খারাপ, হোয়ের কিছুই দেখা হলনা। রাতে Hanoi এ যাওয়ার ফ্লাইট ধরতে হবে। হোয়ে থেকে হ্যানয় যাওয়ার দুই জনের ফ্লাইট খরচ ৯৮.০৫ ডলার।
কপালের ফেরে এবার আমাদের ফ্লাইট ও এক ঘন্টা ডিলে। ৮.৩০ এর ফ্লাইট, ৯.৩০ টায় ছেড়ে হ্যানয় ল্যান্ড করল ১০.৪৫ এ।
ইন্টারনেট ঘেঁটে দেখলাম এয়ারপোর্ট থেকে ওল্ড কোয়ার্টার এ আমাদের হোটেল এ যাওয়ার জন্য সবচেয়ে সস্তা হল Vietjet এর শাটল বাস, জনপ্রতি ৪০,০০০ ডং। এরা শুধু এদের ফ্লাইট প্যাসেঞ্জারদেরই না, অন্যদের ও সার্ভিস দেয়।
বিঃদ্রঃ যেখানেই যাবেন পরিবেশ নোংরা করবেন না।
Written Byতামান্না আফরিন মিতুল



0 Comments