• Create A Story
  • Find A Story
  • My Story List
  • Join Our Trip
  • Create A Story
  • Find A Story
  • My Story List
  • Join Our Trip

Land of smile - থাইল্যান্ড ভ্রমণ

A Travel Guide
In
146 views

Land of smile - থাইল্যান্ড ভ্রমণ

থাইল্যান্ড ভ্রমণ

19 Feb 2020, 02:02 pm
( 1109 words, Reading Time: 5.55 min)

৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর ঘুরে এলাম Land of smile খ্যাত থাইল্যান্ড থেকে | এবারের ভ্রমণের টপ অব দ্য লিস্টে ছিল ফি ফি আইল্যান্ড . . সেই সাথে ব্যাংকক হসপিটালে চিকিৎসা সংক্রান্ত কাজ ছিল | বলা যায় এবারের ভ্রমণ অনেক টা রথ দেখা কলা বেচার মতো !

WuDWZJRO4sq23w7d.jpg

ফি ফি তে ফুকেট এবং ক্রাবি দুই জায়গা থেকেই যাওয়া যায় , তবে ফুকেট থেকে তূলনা মূলক ভাবে কাছে | ফুকেট এবং ক্রাবি দুই জায়গা তেই ব্যাংকক থেকে এয়ারে যাওয়া যায়| আমরা ফুকেট থেকে গিয়েছিলাম| আমরা ভ্রমণ সংগী ছিলাম ৪ জন | ঢাকা থেকে ব্যাংকক যাই ৪ নভেম্বর .. আর ব্যাংকক থেকে ফুকেট যাই বাই এয়ারে ৬ নভেম্বর | ডমেস্টিক ফ্লাইট গুলির টিকেট ট্যুরে যাবার আগেই কেটে না গেলে বিশাল ভুল করবেন | ডমেস্টিক ফ্লাইটে আমরা বেছে নিয়েছিলাম নক এয়ার কে | খুব কিউট আর কালারফুল প্লেন গুলি| সার্ভিস ও ভালো | সময় মত এয়ার হয়েছে | ব্যাংকক থেকে ফুকেট যেতে সময় নিয়েছে ১ ঘন্টা ১০ মিনিটের মতো| এই যাত্রা পথ টাও কম উপভোগ্য নয় | উপর থেকে নীল সবুজ পানির সমুদ্র আর ছোট বড় দ্বীপ গুলি দেখার অনুভূতি বলে বোঝানো যাবেনা ! ল্যান্ডিং টাও দারুণ |

PyXCq7XJ4YdXOEHI.jpg
ছোট্ট ছিমছাম সুন্দরএয়ারপোর্ট ফুকেটের| একপাশে পাহাড় আরেক পাশে নীল সমুদ্র! এয়ারপোর্ট এ ফি ফি তে যাওয়য়ার বিভিন্ন ট্যুর এজেন্সি আছে | আমরা এরকম একটা এজেন্সি থেকে ৪ জনের প্যাকেজ কিনে নিলাম ৫০০০ বাথ দিয়ে | আমরা স্পিড বোটের প্যাকেজ নিয়েছিলাম | কেউ চাইলে জাহাজের প্যাকেজ নিতে পারেন , খরচ আরো কম পরবে কিন্তু এনজয় করতে পারবেন কম, সময় ও লাগবে বেশি, জায়গায় জায়গায় থামাবেও না| এয়ারপোর্ট থেকে প্যাকেজ না নিলেও সমস্যা নেই| গোটা পাতং এর সব জায়গা তেই এরকম ট্যুর এজেন্সি আছে, দামেও খুব বেশি তফাত নেই|

CqnOvQq8necTHFEB.jpg

ফুকেটে আমরা পাতং বিচ এরিয়া তে ছিলাম| এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল ট্যাক্সিতে প্রায় ১ ঘন্টা লাগলো | দুই পাশের ভিউ কি যে সুন্দর! পেচানো পাহাড়ী রাস্তার উচু নিচু কিন্তু দারুণ স্মুথ ভ্রমণ | দূর থেকে নীল পানির আভা দেখা যাচ্ছিল | এসব দেখতে দেখতে চলে এলাম আমাদের হোটেলে| হোটেল টা আমি agoda তে যা দেখেছিলাম তেমনই | আমরা ডিলাক্স ফ্যামিলি স্যুট নিয়েছিলাম| অথেনটিক থাই ইন্টেরিয়রে সাজানো হোটেল টা, আর বিচের একদম কাছে, খাবার ও ভালো |
পরদিন সকালে ৭: ৪৫ আমাদের নেয়ার জন্য টুরিস্ট কোস্টার চলে এলো | আমরা ব্রেক ফাস্ট করে লবি তে অপেক্ষা করছিলাম | বেশ ভালো মানের কোস্টার ছিল| বোট জেটি ৪/৫ কিলোমিটার দূরে ছিল| ওল্ড ফুকেট টাউন আর ফিসিং জোন দেখতে দেখতে আমরা পৌছে গেলাম জেটি তে |

QHcexSJ54QovruCD.jpg

fVYVL2TIH6zUliNo.jpg

যেয়ে দেখি আমাদের মতো অনেক টুরিস্ট আরো আগেই চলে এসেছে| ওখানে কম্পলিমেন্টারি জুস, কুকিজ, কফি দেয়া হচ্ছিল.. আমরা টুকটাক খেলাম | যেহেতু আমরা স্কুবা করার প্লযান করেছিলাম তাই মোবাইল ফোনের জন্য ওয়াটার প্রুফ ব্যাগ কিনে নিলাম ৪০০ বাথ দিয়ে| খুব জরুরি না হলে জেটি থেকে কিছু না কেনাই ভালো হবে| দরকারি জিনিস যেমন এক্সট্রা জামা, সান্সক্রিন, সানগ্লাস,প্রয়োজনীয় মেডিসিন , ছাতা আগেই সাথে নিয়ে আসা ভালো|

ktwiIlls2OATSOjN.jpg
যাত্রা শুরুর আগে সবাই কে এক সাইডে এনে ইন্সট্রাকশন দিল ওখানের মেন্টর| তার বক্তব্য বেশ এনজয় করেছি সবাই | ৪ ভাগে ভাগ করে ৪ কালারের ব্যান্ড পরিয়ে দিল হাতে আইডেন্টিফাই এর জন্য | আমরা স্কাই কালারের পেয়েছিলাম | ৯:৫০ এর দিকে যাত্রা শুরু হলো | বাইরে বেশ রোদ ছিল , আমরা তাই ভিতরে বসলাম | ফিক্সড সিট নাম্বার ছিলো না কিন্তু ডিসিপ্লিন মেইন্টেইন করতে হচ্ছিল | বোট ছাড়ার পর উঠে দাড়ানো নিষেধ করে দিয়েছিল ,কেন করেছে সেটা আমরা কিছুক্ষণ পরই টের পেয়েছি , এত বেশি বাম্পিং হচ্ছিল মনে হচ্ছিল বোট টা উল্টে যাবেই যাবে| আমরা ছাড়া আর কোনো বাংলাদেশি দেখিনি, একটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, ওরা বেশ ফুরতি করছিল| এর বাইরে প্রায় সবাই ইউরোপিয়ান আর আফ্রিকান | বোটের চারপাশ দিয়ে পানি ছিটকে এসে আমাদের ভিজিয়ে দিচ্ছিল একদম|

A3Gvx2Kwben2R1lw.jpg
প্রায় ২৫ মিনিট পর আমরা এলাম khai nai নামে আইল্যান্ড টিতে| ছোটো সুন্দর এক্টা দ্বীপ | এই দ্বীপ টা স্কুবা আর স্নোরকেলিং এর জন্য ফেমাস| জন প্রতি ২২০০ বাথ দিয়ে গেলাম স্কুবার জন্য | আমার হাসবেন্ড শুধু কম্পলিট করতে পারল| আন্ডার ওয়াটার এক্টিভিটিয কাভার করার জন্য নিলো আরো ১১০০ বাথ| আমরা বাকি ৩ জন স্নোরকেলিং করলাম. এদিক সেদিক ঘুরেদেখলাম | ফ্রেস জুস খেলাম অনেক.. বাট এই আইল্যান্ড এ ভালো ওয়াশ রুম পাওয়া এক্টু টাফ হবে|

2qtRaf0S3q6iZcUa.jpg
এবার আমাদের যাত্রা ফি ফির উদ্দেশেয | সাগর যেন এবার আরো উত্তাল| ঐ সময় টাতেই বাংলাদেশ এ বুলবুল আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল| তাই সমূদ্রের চেহাড়া কত টা ভয়ানক ছিল বোঝাই যায়| আমাদের বোট লিডার স্পাইসি আমাদের এনসিউর করছিল, তাও ভয় কাটছিল না| এর মধ্যেই সবাই কে বমির ব্যাগ দিয়েদিল | আমি বমি করছিলাম আর সাগরের ভয়াল সুন্দর রূপ দেখছিলাম | বেশ খারাপ শরীরে তাকিয়ে দেখি আমরা maya bay তে এসেছি| এট একদমই কোরাল| কোরাল রক্ষার জন্য আপাতত এখানে নামা নিষেধ | বোট থেকে দু চোখ ভরে দেখে নিলাম | এত সুন্দর ! এখানে নামতে না পারার আফসোস থাকবে|

jC8k0YL2JWuN51Q0.jpg
আরেক্টু আগাতেই monkey beach.. এটাও দারুণ ..শত শত বানর . বোট টার একদম গা ঘেষে ছিল , .হাজার বছরের পুরনো পাথুরে পাহাড়ের গায়ে জন্মানো শৈবাল , আর জলজ উদ্ভিদ .. সবুজের সমারোহ ! চোখে পরবে এক্সপেন্সিভ ভাইকিং কেইভ ও !

9Cl9LkXbqwUNnzqh.jpg

xg2S4izrx6jE1gOr.jpg

এবার আমরা এগিয়ে চললাম ফি ফি র দিকে
বেশ খানিক পরে দূর থেকে দেখা যাচ্ছিল নীল সবুজ পানি.. যত কাছে যাচ্ছিলাম ততই ভালো লাগছিল| কে বলবে ২০০৪ এর সুনামি তে দ্বীপ টা একদম লন্ডভন্ড হয়ে গিয়েছিল. খুব গোছানো এখন| টুরিস্ট ও প্রচুর| কোথাও এত টুকু ময়লা নেই | এখানের অধিবাসী রা মুসলমান বেশি| তাই হালাল খাবার আছে প্রচুর| মসজিদ আছে|
আমরা ব্যুফে লাঞ্চ করলাম| অনেক ক্লিন ওয়াশ রুম পেলাম| তবে দ্বীপ টিতে তেমন কোনো যানবাহন নেই | পা ই ভরসা | আমাদের প্লযান ছিলো এখানে এক রাত থাকার, তবে পরে থাকিনি| এখানে বেশ কিছু স্টার হোটেল রিসোর্ট আছে| লাঞ্চ এর পর এক্টু বিশ্রাম নিয়ে দ্বীপ টা ঘুরে দেখলাম | তারপর ১০০ বাথ পার পারসন করে বিচ চেয়ার নিয়ে আলসে ভংগি তে দেখতে থাকলাম নীল পানি | এখানেও স্কুবা. স্নোরকেলিং এর ব্যবস্থা আছে|

ivn6s5vNglcSFXAR.jpg

hbbPzd3WKjQz8zW7.jpg

mulefv2CIDJjFtJ6.jpg
আমার কাছে চুপচাপ জলরাশি দেখতেই দারুণ লাগছিল!
আস্তে আস্তে দিনের আলো ফুরিয়েআসছিল, সেই সাথে ফি ফি তে আমাদের সময় ও| আল্লাহ হায়াত রাখলে পরের বার ফি ফি তে আরোবেশি থাকবো ইন শাল্লাহ| এত সুন্দর সব কিছু,ছবিতে তার খুব কমই ধরতে পেরেছি|

MzRhhCz2AybL3f4D.jpg

ব্যাংকক , ফুকেট আর ক্রাবির আরো অনেক জায়গায় গিয়েছি এবার , সেই গল্প হবে আরেকদিন। আমরা পুরো ট্যুর নিজেরাই প্ল্যান করেছি| কোনো ট্যুর অপারেটর সাধারণত আমরা নেই না|


খরচ :

ব্যাংকক - ফুকেট-ব্যাংকক : ৩৪৫০০ টাকা( ৩৫ কেজি ব্যাগেজ সহ)
এয়ারপোর্ট -হোটেল- এয়ারপোর্ট : ১৩০০ বাথ
ফি ফি ট্যুর : ৫০০০ বাথ
স্কুবা : ৩৩০০ বাথ
হোটেল : ১৬৭০০ টাকা (ডিলাক্স ফ্যামিলি স্যুট ইনক্লুডিং ব্যুফে ব্রেকফাস্ট )
খাবার : আমরা বিভিন্ন ক্যুজিন ট্রাই করেছি , ২৬০০ বাথ
টুকিটাকি : ১০০০ বাথ
মোট : ৮৯৫০০ টাকা ( ৪ জনের জন্য)
ফুকেটের অন্যান্য খরচ এবং ব্যাংকক এর খরচ অন্য পোস্টে বলব|

VCA0lRO0E0COvbEq.jpg

hkx5i4pACkktl2NR.jpg

ফুকেট তথা ফি ফি ন্যাচারালি অনেক সুন্দর| ওখানকার নাগরিক রা তাদের এই সম্পদ গুলির ব্যাপারে অনেক সচেতন | ঘুরতে যেয়ে তাই দেশ ও দেশের বাইরে যেখানে সেখানে নোংরা ফেলবেন না প্লিজ

বি.দ্র: আমি বাজেট ট্যুর প্লযানার না| নিজেদের কম্ফর্ট কে প্রায়োরিটি দেই| আমার মতো খরচ সবারই পরবে এমন কোনো কথা নেই| আমি আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র| অনেকে অনেক কমে ঘুরে এসেছেন ,সেটা আপনার প্রায়োরিটি |

Written Byতাসমিয়া ইসলাম মীম

#থাইল্যান্ড_ভ্রমণ #Land_of_smile
  • Share
  • Tweet
  • Share

You Might Also Like...

অল্প টাকায় থাইল্যান্ড গিয়ে ব্যাংকক - ফুকেট সফর

Leave a Reply

By posting comment you will be registered as a user. You can log in by this credential in the future.
Or, fill the comment and register with social network

0 Comments

  • Share
  • Tweet
  • Share

DURBEEN TRAVEL & TOURISM
  • Home
  • About
  • Contact
support@durbeentravel.com

Copyright © 2018 by Shunno-ek Technology. All Rights Reserved.
  • Log in

Sign In

Chose One of the Following Methods.

With Facebook
Or

Sign in Using Your Email Address

Forgot Password?
Don't have an account? Sign up Now