• Create A Story
  • Find A Story
  • My Story List
  • Join Our Trip
  • Create A Story
  • Find A Story
  • My Story List
  • Join Our Trip

কেদারকণ্ঠ ট্রেকিং, উত্তরাখণ্ড, ভারত

A Travel Guide
In
201 views

কেদারকণ্ঠ ট্রেকিং, উত্তরাখণ্ড, ভারত

ভারত ভ্রমণ

19 Dec 2019, 10:12 pm
( 724 words, Reading Time: 3.62 min)

Kedarkantha Trekking, Uttarakhand, India

যারা লাইফের ফার্স্ট স্নো ট্রেকিং এর কথা ভাবছেন তাদের জন্য কেদারকন্ঠ একটা বেস্ট অপশন। আমাদের গ্রুপের সবার জন্যও তাই ছিল।

কেদারকণ্ঠের সৌন্দর্য নিয়ে আগেই শুনছিলাম। সাদা বরফ, নীল আকাশ আর মাইনাস রেঞ্জের টেম্পারেচার- সে এক রোমাঞ্চকর অবস্থা। আর রাতের পরিষ্কার আকাশের লক্ষ লক্ষ তারাগুলো আপনার এতটাই সঙ্গী হবে যে মনে হবে তারা আপনার জন্যই, তাকিয়ে আছে আপনার দিকে। পুরো ট্রেকেই আপনার জন্য ছড়িয়ে ছিটিয়ে সৌন্দর্য ছড়িয়ে আছেই।

7Iah9vokxSZuAbLt.jpg

১২৫০০ ফিট উচ্চতার কেদারকণ্ঠ চোখ দিয়ে যতবার দেখছি ততবেশী মুগ্ধ হয়েছি। বরফ-নীলিমার কথা এখনো চোখে ভাসে। রাতের হাজারো তারার আকাশ আর মাইনাস ৮/১০ ডিগ্রীর তাপমাত্রা আর হাতে কফি, ভাবুন তো একবার?!

যেভাবে যাবেন: (বাজেট ট্যুরের জন্য) কলকাতা থেকে ট্রেন ধরে চলে যেতে হবে উত্তরখন্ডের রাজধানী দেরাদুন। সময় লাগবে ৩০ ঘন্টার মত। অর্থাৎ আপনি কলকাতা থেকে যেদিন রাতে ট্রেনে উঠবেন দেরাদুন পৌঁছাবেন তার পরের দিনের পরের দিন সকালে।
দেরাদুন থেকে আপনাকে যেতে হবে সাংক্রি। সাংক্রি যাওয়ার জন্য দেরাদুন থেকে একটাই বাস, সকাল ৮ টায়। সাংক্রি যাওয়ার এই রাস্তাটা অনেক অনেক সুন্দর। সাংক্রি ভিলেজটাই অলমোস্ট ২০০০ মিটার উপরে। অত উপর থেকে, পাহাড়ের গা ঘেষে আপনি যখন নিচের নদী/ঘরবাড়ি দেখবেন তখন আসলেই শিহরীত হবেন। সাংক্রি পৌছাতে সময় লাগবে ৮/৯ ঘন্টা। অর্থাৎ ঐদিন রাতে আপনি সাংক্রি পৌছালেন। পরেরদিন থেকে আপনি ট্রেক শুরু করবেন। সাংক্রি পৌছে হোটেল/কটেজ ভাড়া নিবেন। আমরা কটেজে ছিলাম কারণ সাশ্রয়ী! কটেজ থেকেই পরেরদিনের ট্রেকিং এর সরন্জামাদি ভাড়া নিতে পারবেন। গাইড, পোর্টার/খচ্চরও কটেজের মালিকের সাথে কথা বললে পেয়ে যাবেন।

sGMWEhcz1p2IBiRh.jpg

the lake "Juda Ka Taalab"

ট্রেকের ১ম দিন: সাংক্রি থেকে কেদারকণ্ঠ মোটামুটি ৯ কি.মি.। পুরো পথটাই বরফাচ্ছন্ন। অনেকেই এই ট্রেকটা ৩/৪ দিনে করে। আমরা অবশ্য ২ দিনেই কমপ্লিট করেছি। সেক্ষেত্রে ১ম দিনে আমাদের কভার করতে হয় ৬ কি.মি. পর্যন্ত, অর্থাৎ বেজক্যাম্প পর্যন্ত। সকাল সকাল কটেজে নাস্তা করেই বের হয়ে গেলাম। কটেজের মালিকের সাথে কথা বলে গাইড,টেন্ট, স্যুট, স্টিক, ওয়াটারপ্রুফ জুতো, ম্যাটট্রেস,স্লিপিং ব্যাগ যাবতীয় যা দরকার তা নিয়েই বের হলাম। আর ঐদিন দুপুরে আর রাতে খাবার হিসেবে কটেজ থেকেই রুটি-সবজি নিয়ে নিলাম। বেজক্যাম্প যেতে ৪ কি.মি. এর মধ্যে লেক "Juda Ka Talaab"এর অবস্থান। লেকের সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর। লেকের সমস্ত পানিই বরফ হয়ে গেছে আরকি!

Y1pz9Y30SIBpRdIj.jpg

খরচ বাচাতে পোর্টার না নিয়ে নিজেরাই নিজেদের জিনিস বহন করছি
লেক পার হয়ে বেজক্যাম্প পৌঁছতে একটু বেগ পেতে হল। এমনিতেই লাইফের প্রথম স্নো ট্রেক তার উপরে সব খাড়া আর ভেজা স্লোপ। বিকেল ৪ টা নাগাদ বেজক্যাম্পে পৌছালাম। মোটামুটি ৭ ঘন্টা সময় লাগল! বেজক্যাম্প পৌছে টেন্ট রেডি করলাম, হালকা নাস্তা করলাম, আর সূর্যাস্ত দেখতে দেখতে সময়টা কাটালাম। সন্ধ্যা রাতে খাওয়া দাওয়া সেরে আকাশটা একটু উপভোগ করে দ্রুতই ঘুমিয়ে পড়লাম, পরের দিন কিনা আবার ভোরে ট্রেক শুরু হবে তাই। রাতে বেজক্যাম্পে প্রচুর ঠান্ডা। অলমোস্ট মাইনাস ১০ ডিগ্রীর মত! স্লিপিং ব্যাগের মধ্যেও অতগুলো স্যুট,সোয়েটার পরেও ঠান্ডায় জমে যাওয়ার মত অবস্থা।

5m1wuShlpq48w9sa.jpg

56ZekUy8jAZdadYE.jpg

সামিটে ওঠার সময়!

ট্রেকের ২য় দিন: ভোর ৪ টা। গাইড আমাদের উঠিয়ে দেওয়ার পর ৪:৩০ এর মধ্যেই ট্রেক শুরু করলাম। এক হাতে টর্চলাইট আরেকহাতে স্টিক নিয়ে শক্ত বরফের মধ্য দিয়ে যাচ্ছি। ৩ কি.মি. শুনে মনে হল যে বেশ সহজেই সামিটে উঠে যাব কারণ অলরেডি আগেরদিন ৬ কি.মি. বেশ ভালভাবেই পার করে আসছি। কিন্তু এই ৩ কি.মি. যে কি জিনিস! এত বড় বড় স্লোপ আর এত ডিস্টেন্সের। বার বার মনে হচ্ছিল এইতো চলে আসলাম এইতো চলে আসলাম কিন্তু কোথায় কি?! অলরেডি আমাদের গ্রুপের ২ জনের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, ওরা কোনোমতে চার হাত-পার ব্যাবহার করে, ইনহেলারের সহায়তা নিয়ে, অবশেষে সামিট দেখার সুযোগ পেল!
সামিট থেকে ব্যাক করার সময় বেজক্যাম্প হয়ে সরাসরি সাংক্রি'র কটেজে চলে আসলাম। পুরো ৯ কি.মি. নামতে সময় লাগলো মোটামুটি ৬ ঘন্টা। পুরা পথটাই স্লাইড খেতে খেতে বেশ সুন্দরভাবে নামা যায়।

BpC17hzCt6ZWswI7.jpg

view from the basecamp!

FYvICJ4DJZpiokxH.jpg

কেদারকণ্ঠ বেজক্যাম্প।

5I5VKKDos4HFEHlV.jpg

কেদারকণ্ঠ বেজক্যাম্প।
২য় দিনের খাবার বলতে আমাদের ছিল চকলেট, বিস্কুট, বাদাম, ফ্রুটস, খেজুর এরকম কিছু শুকনা খাবার যা আগে থেকেই ব্যাগে নিয়েছিলাম।

খরচ: (রূপিতে)
কলকাতা- দেরাদুন (দুন এক্সপ্রেস) ১৪০০/person
দেরাদুন- সানক্রি ৩৩০/person
কটেজ ভাড়া(রাতের খাবারসহ)- ৪৫০/person

ইন্সট্রুমেন্টসঃ
জুতা-১০০/day
জ্যাকেট-৫০/day
স্লিপিং ব্যাগ-২০০/day
টেন্ট-১২০০/day
ম্যাট্রেস-১৫০/day
গাইড-৮০০/day
স্টিক- ২০/day

ক্যাম্প এনট্রি- ৭০০
সাংক্রি ব্যাক করার পরে পুনরায় কটেজ ভাড়া(রাতের খাবারসহ)- ৪৫০/person
সানক্রি-দেরাদুন ৩৫০/person
দেরাদুন-কলকাতা ১৪০০/person

অতএব মোটামুটি পার পার্সন বাংলাদেশি ১০ হাজার টাকায় বেশ ভালভাবেই আপনি এই ট্রেকটা করতে পারবেন।

NxisfoI9T46rsIoI.jpg

বি:দ্র:
১.কলকাতা-দেরাদুনের টিকিট আগে থেকেই কেটে রাখুন, এটাতে ফরেন কোটাও নেই যে গিয়ে টিকিট কাটতে পারবেন। আমরা টিকিট পাই নি বলে আমাদের দুই দিন কলকাতা থাকতে হয়েছে সাথে টাকাও বেশী লেগেছে।

২. দেরাদুন থেকে সাংক্রি যাওয়ার বাস একটাই এবং তা সকাল ৮ টায়। এটা খেয়াল রাখা দরকার। অবশ্য এটা মিস হলে মোরি'র বাসে উঠতে পারেন তারপর ওখান থেকে সাংক্রি গেলেন। মোরি থেকে সাংক্রি ২৩ কি.মি.।

৩. কারো হাইটে শ্বাসকষ্টের সমস্য হলে আগে থেকে ইনহেলার নিয়ে যেতে পারেন

৪.এই ট্রেকটা করার ভাল সময় নভেম্বর-মে, এরপর বরফ থাকে না।

ধন্যবাদ এত লম্বা পোস্টটি পড়ার জন্য, আশা করি সব ছবিগুলো দেখবেন।

আর হ্যাঁ ঘুরতে গিয়ে অবশ্যই আপনার ব্যবহারকৃত উচ্ছিষ্ট ফেলে আসবেন না, সুন্দর পরিবেশ সবসময় আরো সুন্দর করে রাখার চেষ্টা করুন। ধন্যবাদ


হ্যাপি ট্রাভেলিং

Written Byসজল শোভন

#কেদারকণ্ঠ_ট্রেকিং #উত্তরাখণ্ড #ভারত_ভ্রমণ
  • Share
  • Tweet
  • Share

You Might Also Like...

ইন্ডিয়া ভ্রমনে আখাউড়া -আগরতলা স্থলবন্দর
উত্তরাখান্ড(ভারত) ডায়েরী
আমাদের সিকিম ট্যুর
ভারত ভ্রমণকাব্য

Leave a Reply

By posting comment you will be registered as a user. You can log in by this credential in the future.
Or, fill the comment and register with social network

0 Comments

  • Share
  • Tweet
  • Share

DURBEEN TRAVEL & TOURISM
  • Home
  • About
  • Contact
support@durbeentravel.com

Copyright © 2018 by Shunno-ek Technology. All Rights Reserved.
  • Log in

Sign In

Chose One of the Following Methods.

With Facebook
Or

Sign in Using Your Email Address

Forgot Password?
Don't have an account? Sign up Now