• Create A Story
  • Find A Story
  • My Story List
  • Join Our Trip
  • Create A Story
  • Find A Story
  • My Story List
  • Join Our Trip

ছবির মত সুন্দর দেবতাখুম

A Travel Guide
In
213 views

ছবির মত সুন্দর দেবতাখুম

বান্দরবান ভ্রমণ

05 Jan 2020, 03:01 pm
( 316 words, Reading Time: 1.58 min)

বান্দরবান শহর থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসা সম্ভব এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করে।

খরচপত্র(১৯৯৬৳), ট্যুর প্লান এবং গাইড এর নাম্বার পোস্টের শেষ অংশে দেয়া আছে।

বান্দরবান থেকে ১.৩০ ঘন্টা পথ পাড়ি দিয়ে যেতে হয় রোয়াংছড়ি, সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে হয় কচ্ছপথলি বাজার। সেখান থেকে গাইড নিয়ে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়।

আর্মি ক্যাম্পে ভোটার আইডি কিংবা অন্য যেকোন আইডির ফটোকপি জমা দিতে হয়।

কচ্ছপথলি থেকে দেবতাখুম যাওয়ার পুরো রাস্তাটি পায়ে হেঁটে যেতে হয়। রাস্তার দুরত্ব আনুমানিক ৮ কিলোমিটার। হেঁটে গেলে ১/১.৩০ ঘন্টার মত সময় লাগে।

যাওয়ার দুইটি রাস্তা আছে, একটি পাহাড়ি রাস্তা(একটু কষ্টকর) অন্যটি ঝিরি পথ। চাইলে কেউ এক রাস্তায় গিয়ে অন্য রাস্তায় ফেরত আসতে পারেন।

DDelGX1XlSvYA2EQ.jpg

শীলবান্ধা পাড়া

দেবতাখুম যাওয়ার আগে পরবে শীলবান্ধা পাড়া, সেখানে একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করবেন দেবতাখুমের উদ্দেশ্যে। কিছুটা পথ নৌকায় যেয়ে বাকি পথ ভেলায় করে যেতে হয়। চাইলে পুরো পথ নৌকায়ও যাওয়া যায় কিন্তু আসল মজা ভেলায়।

সবকিছু দেখে, ছবি তুলে বিকেল ৫ টার মধ্যে আপনাকে আবার কচ্চপথলি আর্মি ক্যাম্পে এসে রিপোর্ট করতে হবে।

খাওয়া দাওয়া, গাড়ি ঠিক করা সব আগে থেকে ঠিক করে রাখলে চিন্তামুক্ত থাকা যায়। এই ব্যাপারে গাইড আপনাদের সাহায্য করবে।

UW99gLiKozYcohLQ.jpg

শীলবান্ধা পাড়া শেষের দিকে এমন জায়গার দেখা পাওয়া যায়

ট্যুরপ্লানঃ

রাতের তুর্ণা নিশিতা ট্রেনে ঢাকা থেকে চিটাগং, সেখান থেকে বাসে বান্দরবান অথবা সরাসরি ঢাকা থেক রাতের বাসে বান্দরবান।

বান্দারবান থেকে অটো অথবা জীপে করে কচ্চপথলি।

কচ্চপথলি থেকে পায়ে হেটে শীলবান্ধা, দেবতাখুম।

একি পথে ফেরত এসে চাইলে কেউ কচ্চপথলি/বান্দারবান রাত্রিযাপন করতে পারেন অথবা রাতের বাসে চিটাগং কিংবা ঢাকা চলে আসতে পারেন।

খরচপত্রঃ

ঢাকা থেকে চিটাগং ট্রেনে আসা যাওয়া(৩৪৫*২) ৬৯০৳

স্টেশন থেকে বহদ্দারহাট আসা যাওয়া(১৫*২) ৩০৳

সকালের নাস্তা ৫০৳ (বাস টার্মিনালে)

চিটাগং থেকে বান্দরবান আসা যাওয়া (১৩০*২) ২৬০৳

দুপুরের খাবার ২০০৳ (বান্দরবান হিল ভিউ রেস্টুরেন্ট)

বান্দরবান থেকে কচ্চপতলি আসা যাওয়া মাহিন্দ্রা আটো(৬জন) (১৮০০/৬) ৩০০৳

গাইড (১০০০/৬) ১৬৬৳

ভেলা+লাইফ জ্যাকেট ১৫০৳

রাতের খাবার ১৫০৳ (হিল ভিউ রেস্টুরেন্ট)

টোটালঃ ১৯৯৬ টাকা

শুধু চিটাগং থেকে গেলে খরচ পরবে ১৫০০ টাকার মত।

মাহিন্দ্রা অটোঃ

হরিপদ তঞ্চইংগা
01559632666

গাইডঃ

আপন জয় তঞ্চইংগা
01882267714

রুন্ময় লাল
01857272095

4dwGG4M0AaiYd8zD.jpg

দেবতাখুম

ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পরে নির্ধারিত যায়গায় সেগুলো ফেলে দিবেন। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন।

হ্যাপি ট্রাভেলিং।

Written Byআহমেদ ফারুক

#দেবতাখুম_ভ্রমণ #বান্দরবান_ভ্রমণ #শীলবান্ধাপাড়া
  • Share
  • Tweet
  • Share

You Might Also Like...

দেবতাখুমের গল্প
দেবতাখুম অভিযান
দেবতাখুম
দেবতাখুমের রূপে পাগল সবাই

Leave a Reply

By posting comment you will be registered as a user. You can log in by this credential in the future.
Or, fill the comment and register with social network

0 Comments

  • Share
  • Tweet
  • Share

DURBEEN TRAVEL & TOURISM
  • Home
  • About
  • Contact
support@durbeentravel.com

Copyright © 2018 by Shunno-ek Technology. All Rights Reserved.
  • Log in

Sign In

Chose One of the Following Methods.

With Facebook
Or

Sign in Using Your Email Address

Forgot Password?
Don't have an account? Sign up Now